Social

<< এশিয়া কাপ খেলা দেখুন ঝামেলা ছাড়াই এবং ধীর গতির নেটে (পিসি ও মোবাইল উভয়ই,Watch Asia Cup T20 Live) >> মূল্যবান স্মার্টফোনটি হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে আপনি আপনার হারানো ডিভাইসটি লক করে বা ডাটা মুছে দিতে পারবেন >> বাংলা অসাধারণ বই :::: বই ‘আউটসোর্সিং’ বাজারে >> ভালোবাসার বৈজ্ঞানিক ব্যাখ্যা । >> ফেসবুকের ৩টি বিরক্তিকর ফিচার বন্ধ করার উপায় >> সক্রিয় বাংলাদেশী ফেসবুক গ্রুপ লিস্ট >> >> Google সার্চ রাঙ্কিং এ SSL এবং HTTPS এর প্রভাব, জেনে নিন আপনার সাইটের জন্য SSL Certificate কতটুকু গুরুত্বপূর্ণ ? >> সিম নিবন্ধন না করলে যে সমস্যার সম্মুখীন হবেন? ভবিষ্যতে আমাদের হাতে আসছে অণু পরমাণু দিয়ে চালিত ডিভাইস...... >> Bangla special wallpaper : part 1 >> বাংলা অসাধারণ বই : PART - 1 >> UPDATED !100% গেরান্টি সহকারে মাত্র ১-২ মিনিট এর মধ্যে যেকোনো ফেসবুক আইডি ফটোভেরিফাই করুন।

Sunday 14 February 2016

UPDATED !100% গেরান্টি সহকারে মাত্র ১-২ মিনিট এর মধ্যে যেকোনো ফেসবুক আইডি ফটোভেরিফাই করুন।

প্রথমেই আপনাদের প্রতি রহিলো আমার সালাম “আচ্ছালামুআলাইকুম অরাহমাতুল্লাহি অ-বারকাতুহ্”। বন্ধুরা আশাকরি সবাই ভালো আছেন, আর সেটাই আমার কাম্য। অনেক সময় নানা কারনে আমাদের ফেবু আইডি লক হয়ে যায়। তখন ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে অথবা security question এর উত্তর দিয়ে আবার আইডি ফিরে পাওয়া যায়। কিন্তু এগুলো করে একবার আইডি ফেরত পাবার পর আবার লক হয়ে গেলে তখন Photo Verification করতে হয় যা খুবই বিরক্তিকর। ফেসবুক আসলে এমনে একটি সামাজিক যোগাযোগের মাধ্যম যাতে আপনি আপনার
আশেপাশের পরিবেশের পরিচিত মানুষদের সাথে যোগাযোগ করবেন। কিন্তু অনেকেই ফেসবুকে নতুন মানুষের সাথে পরিচিত হতে চায়। এর জন্য একজনের ফ্রেন্ডলিস্টে অনেক অপরিচিত মানুষ থাকে যাদের ছবি দেখে চেনা যায়না। আজ আমি আপনাদের মাঝে যে টিউনটি নিয়ে এসেছি সেটি হলো Photo Verification এর কবল থেকে কিভাবে মুক্ত হবেন। পদ্ধতি ১ : এ ক্ষেত্রে এই পদ্ধতি দিয়ে আপনি ৫ মিনিটে আইডি ঠিক করতে পারবেন। যেকোনো জাপান আইপি ব্যবহার করে then M.facebook.com দিয়ে ঢুকবেন। তারপর ক্যপচা পুরন করে ঢুকুন তারপর এশিয়া মহাদেশ সিলেক্ট করে তারপর বাংলাদেশ সিলেক্ট করবেন নাম্বার বসানোর একটা ঘর পাবেন সেখানে একটা নাম্বার বসান তারপর ঐ নাম্বার এ একটা কোড যাবে সেই কোড টা বসালেই কাজ শেষ। আপনি আইডি তে ঢুকতে পারবেন।।পদ্ধতির মধ্যে আপনার আইডি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ্‌। আর যদি কোন আইডি ভোটার আইডি ভেরিফিক্যাসন চাই তাহলে সে ক্ষেত্রে সেই আইডি ঠিক করা অনেক কঠিন হয়ে যায়। পদ্ধতি ২ : এ ক্ষেত্রে ফটো ভেরিফিকেশন এর সময় আপনাকে ছবি দেখাবে কিন্তু নাম দিবেনা তখন যদি ছবি দেয়া থাকে কিন্তু কোন নাম না দেয়া থাকে সেক্ষেত্রে আপনাকে মোবাইল থেকে বা ফায়ারফক্স থেকে মোবাইল এর মত হয়ে এ লগইন করতে হবে। এখানে প্রিতিটি প্রশ্নের সাথে তিনটা ছবি দেয়া থাকবে। See another Photo বাটনে ক্লিক করে তিনটা ছবিরই স্ক্রিনশট নিবেন, এবং সেগুলো যথাক্রমে নামে সেভ করবেন। তারপর যে কোন একটি নামে ক্লিক করে সাবমিট দিবেন এবং পুনরান ঐ ভাবে আবার তিনটা ছবির স্ক্রিনশট নিবেন ও নামে সেভ করবেন। এভাবে সবগুলো প্রশ্নের ছবি গুলো তিনটা তিনটা করে সেভ করবেন। ২টি প্রশ্ন স্কিপ করে টোটাল ২১ টা ছবি হবে। এই পদ্ধতি তে প্রতি প্রশ্নের তিনটা ছবিকে ১ ছবি ধরে নিতে হবে।

No comments:

Post a Comment

ADD THE FACEBOOK WIDGET CODE HERE